শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
 
vatirrani News

প্রচ্ছদ Latest বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তারে ইইউর উদ্বেগ

বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তারে ইইউর উদ্বেগ

বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে অংশগ্রহণমূলক নির্বাচনের উপায় বের করারও আহ্বান জানিয়েছে ইউরোপের ২৭ দেশের এই সংগঠন। রবিবার (৫ নভেম্বর) সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ আহ্বান জানান ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল। এক্সে নিজের ভেরিফাইড পেজে জোসেপ বোরেল লিখেছেন, ‘বাংলাদেশে আট হাজারের বেশি বিরোধী নেতা-কর্মীর গ্রেপ্তারে উদ্বেগ জানাচ্ছি। প্রতিটি মামলায় অবশ্যই ন্যায়বিচার হতে হবে। আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে উৎসাহিত করি।’ তিনি আরও লিখেছেন, ‘অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ উপায় বের করা খুবই গুরুত্বপূর্ণ, যা গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার জন্য সহায়ক হবে।’

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM