সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
 
vatirrani News

প্রচ্ছদ শিক্ষা বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রথম আজীবন দাতা কামরুল হাসান বাবু

বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রথম আজীবন দাতা কামরুল হাসান বাবু

বিশেষ প্রতিনিধি | ৭:২৩ অপরাহ্ন, ৭ মে, ২০২১

1620393790.jpg
কামরুল হাসান বাবু

বিশেষ প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয়ে এবারই প্রথম আজীবন দাতা হলেন বাঙ্গালপাড়ার নন্দিত ব্যক্তিত্ব, প্লাসিড বিডি লি: এর এমডি ও সিইও, অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন উন্নয়ন ও কল্যাণ সমিতির অর্থ সম্পাদক, অষ্টগ্রাম উপজেলা সমিতি ঢাকা'র সহ-সাধারণ সম্পাদক এবং রোটারী ক্লাব অব শান্তিনগর ঢাকা এর প্রেসিডেন্ট কামরুল হাসান বাবু।

বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয় ১৯৬৪ সনে প্রতিষ্ঠার পর পদটি সুদীর্ঘ দিন শূন্য ছিল।

এবারই প্রথম বিদ্যালয়ের অনুকূলে নগদ দুই লক্ষ টাকা দান করে আজীবন দাতা হলেন কামরুল হাসান বাবু।

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা-২০০৯ এর দফা ২ (চ) এর (অ) বিধান মতে প্রতিষ্ঠানের অনুকূলে নগদ বা চেকের মাধ্যমে এককালীন ২,০০,০০০ টাকা দান করে আজীবন দাতা হতে হয়।

কামরুল হাসান বাবু বিদ্যালয়ের অনুকূলে চেকের মাধ্যমে ২,০০,০০০ টাকা দান করেছেন ।

এ বিষয়ে কামরুল হাসান বাবু বলেন “আমার মা, বাবা, মামা, চাচা, ভাই, বোন এবং আমি এই বিদ্যালয়ে পড়াশোনা করেছি। বিদ্যালয়ের প্রতি আমাদের দায়িত্ব-কর্তব্য ও অশেষ ঋণ রয়েছে।”

তিনি এই বিদ্যালয়ে আজীবন দাতা হতে পেরে মহান আল্লাহ তায়ালার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিচরণ দাস জানান আজীবন দাতা হওয়ার জন্য কামরুল হাসান বাবু বিধি মোতাবেক গত রবিবার (মে ২) বিদ্যালয়ের অনুকূলে ২,০০,০০০ টাকা দান করেছেন।

তিনি কামরুল হাসান বাবুকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন । হরিচরণ দাস বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও দানশীল ব্যক্তিদের আজীবন দাতা হওয়ার নিমিত্তে এগিয়ে আসার আহ্বান জানান। 

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM