সোমবার, ৬ মে ২০২৪
 
vatirrani News

প্রচ্ছদ প্রবাস জীবন সুদানে মুজিব বর্ষ উদযাপিত

সুদানে মুজিব বর্ষ উদযাপিত

নিউজ ডেস্ক | ৮:০৩ অপরাহ্ন, ১৮ মার্চ, ২০২০

1584540185.jpg

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক নন, তিনি ছিলেন গত শতাব্দীতে বিশ্বের সকল নিপীড়িত নির্যাতিত মুক্তিকামী মানুষের অনুপ্রেরণার উৎস।

মঙ্গলবার (১৭ মার্চ) সুদান স্থানীয় সময় বিকাল ৪ টার দিকে এলফেশার সুপার ক্যাম্পের বঙ্গবন্ধু ক্যাম্পের নবনির্মিত গেইট উদ্বোধনকালে উনামিড মিশনের লজিস্টিকস প্রধান ব্রিগেডিয়ার জেনারেল প্রেম জিৎ সিং এ মন্তব্য করেন।

প্রেম জিৎ সিং বলেন, বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে শীর্ষে রয়েছে। সন্ত্রাসবাদ মোকাবেলা, নারীর ক্ষমতায়ন ও দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করায় করছে।

তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন বলে জানান সুদানের দারফুর মিশনে কর্মরত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের অপারেশনস অফিসার মাসুক মিয়া পিপিএম।

বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম বলেন, মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে আমরা নানা কর্মসূচি গ্রহণ করেছি। আমরা ইতোপূর্বে এলফেশার শহরে আলনুস বয়েজ স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছি এবং বঙ্গবন্ধুর ছবি সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ করেছি। আমরা ৭ মার্চ এলফেশার সুপার ক্যাম্পে মিনি ম্যারাথনের আয়োজন করেছি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ক্যাম্পে নবনির্মিত গেইটের নামফলক জয়বাংলা নামে নামকরণ করেছি।

বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটে কর্মরত অপারেশনস অফিসার মাসুক মিয়া পিপিএম জানান, আমরা সুদান স্থানীয় সময় সকাল ৭ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আমাদের মুজিব শতবর্ষ উদযাপন শুরু করি। বিকাল ৫ টায় এলফেশার সুপার ক্যাম্পের ওয়েলফেয়ার ইউনিটের লাইব্রেরীতে বঙ্গবন্ধুর জীবনী সম্বলিত ইংরেজী ভাষায় অনুদিত বই প্রদান করি। মুজিব জন্মশত বর্ষ উদযাপনের অংশ হিসেবে এলফেশার সুপার ক্যাম্পে কর্মরত বিভিন্ন বিদেশী নাগরিকদের আমন্ত্রন জানানো হয়। আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ ক্যাম্পের বঙ্গবন্ধু সেমিনার হলে মুজিব জন্ম শতবর্ষের কেক কাটা হয়।

পরবর্তীতে আমন্ত্রিত অতিথিগণ বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন বলে জানান তিনি।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM