শুক্রবার, ৩ মে ২০২৪
 
vatirrani News

প্রচ্ছদ সাহিত্য ও সংস্কৃতি স্বাধীন প্রত্যয়

স্বাধীন প্রত্যয়

শরীফা ইসলাম | ৬:৪৮ অপরাহ্ন, ৯ ডিসেম্বর, ২০২৩

1702126100.jpg

বিজয়ের মাস ষোলো ডিসেম্বর

হেমন্তের উঠোনে নতুন ফসল

কৃষাণ কৃষাণীর ব্যস্ত সময়

বুকে ফুটে ওঠে স্বাধীনপ্রত্যয়!

হেঁটেছি দূর হতে বহুদূর

কোথাও খুঁজে পাইনি বাংলার

কুয়াশা ভেজা সোনালী রোদ্দুর,

পাইনি বাংলা মায়ের সবুজচত্বর।

বাংলার দামালেরা দিয়েছেন বহুরক্ত

বাংলার মায়েরা দিয়েছেন বহুসম্ভ্রম

তাঁদের ত্যাগ তিথিক্ষায় পেয়েছি

উদীয় লাল সবুজ স্বাধীনতা।

যাঁরা দিয়েগেছেন স্বাধীন দেশ

স্বাধীন ভাবে বাঁচার অধিকার

অনিরুদ্ধ রাখবো তাদের মান!

কোনদিন ভুলবোনা মুক্তিযোদ্ধার দান।

সারাবিশ্বে স্বাধীনতা দিয়েছে ইজ্জৎ

স্বাধীনতা দিয়েছে আমার পরিচয়

স্বাধীনতার পতাকা রক্ষায় বীরদর্পে

শত্রু হটাতে জীবন করবোদান।

ষোলোই ডিসেম্বর বিজয় উড্ডীন

পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তদিন,

স্বাধীন বাংলার পূর্ব পরিচয়!

স্বাধীন হবার পূর্ব দিন!

কিন্তু!

আজ!

সংক্রমণ করছে,

স্বাধীনতার ফুসফুসে কলঙ্ক ভাইরাস

খুবলে খুবলে খাচ্ছে স্বাধীনতা!

হে দূর্বল মানুষেরা নতশির তোল

প্রশস্ত বুকে রাজপথে দাঁড়াও

ভয় পেয়োনা বাঁচাও স্বাধীনতা।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM