মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
 
vatirrani News

প্রচ্ছদ পাকুন্দিয়া পাকুন্দিয়ার ইউএনও করোনায় আক্রান্ত

পাকুন্দিয়ার ইউএনও করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক | ৮:৩৮ পূর্বাহ্ন, ২০ নভেম্বর, ২০২০

1605839889.jpg

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং পাকুন্দিয়া থানার ওসির পর এবার করোনাভাইরাস কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টায় ইউএনও মো. নাহিদ হাসান নিজেই করোনাভাইরাস পজেটিভ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

আগের দিন বুধবার (১৮ নভেম্বর) পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন প্রশাসনের এই কর্মকর্তা।

ইউএনও মো. নাহিদ হাসান জানান, গত ২-৩দিন ধরে তাঁর জ্বর ও হাল্কা কাশি ছিল। বুধবার (১৮ নভেম্বর) সকালে করোনাভাইরাস পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি নমুনা দেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় প্রাপ্ত রিপোর্টে তাঁর করোনাভাইরাস পজেটিভ সনাক্ত হয়।

ইউএনও জানান, বর্তমানে তিনি হোম আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন।

দ্রুত সুস্থ হয়ে কাজে যোগদানের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

প্রসঙ্গত, করোনা মহামারির শুরু থেকে মাঠ পর্যায়ে থেকে দায়িত্ব পালন করেছেন ইউএনও মো.নাহিদ হাসান। বিদেশ ফেরত লোকদের হোম কোয়ারেন্টিন নিশ্চিতকরণ, লকডাউন কার্যকর, স্বাস্থ্যবিধি মেনে চলা, দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতি রোধ, অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণসহ সরকারি সকল নির্দেশনা বাস্তবায়ন করে করোনা ভাইরাস রোধে উপজেলাবাসীকে অনেকটাই সুরক্ষিত রেখেছেন।

এখন নিজেই তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। দ্রুত সুস্থ হয়ে আবারো জনগণের জন্য পেশাগত দায়িত্ব পালন করতে সকলের দোয়া চেয়েছেন মাঠ প্রশাসনের এই কর্মকর্তা।

সূত্র: কিশোরগঞ্জ নিউজ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM