মঙ্গলবার, ৭ মে ২০২৪
 
vatirrani News

প্রচ্ছদ খেলাধুলা টি-২০ ক্রিকেটে বল হাতে বিশ্বরেকর্ড

টি-২০ ক্রিকেটে বল হাতে বিশ্বরেকর্ড

৬:৫৪ অপরাহ্ন, ২ ডিসেম্বর, ২০১৯

1575291268.jpg

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বল হাতে বিশ্বরেকর্ড৷ ভেঙে গেল ভারতীয় পেসার দীপক চাহারের রেকর্ড৷ শূন্য রানে ৬টি উইকেট নিয়ে বিশ্বের মধ্যে নজির গড়লেন নেপালের বোলার অঞ্জলি চাঁদ৷ পোকহারায় মলদ্বীপের বিরুদ্ধে এই বিশ্বরেকর্ড গড়েন মিডিয়াম পেসার৷

গত মাসে বাংলাদেশের বিরুদ্ধে নাগপুরে টি-২০ ম্যাচে মাত্র ৭ রান দিয়ে হ্যাটট্রিক-সহ ৬ উইকেট নিয়েছিলেন চাহার৷ এটাই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সেরা বোলিং৷ শ্রীলঙ্কার প্রাক্তন মিস্ট্রি স্পিনার অজন্তা মেন্ডিসের রেকর্ড ভেঙেছিলেন টিম ইন্ডিয়ার এই ডানহাতি পেসার৷ কিন্তু এক মাসও গেল না৷ চাহারের রেকর্ড ভেঙে দিলেন নেপালের এই মহিলা ক্রিকেটার৷ চাহারের আগে মেন্ডিস নিয়েছিলেন ৮ রানে ৬টি উইকেট৷

কিন্তু সোমবার সকলকে ছাপিয়ে কোনও রান খরচ না-করে মলদ্বীপের ৬টি উইকেট তুলে নেন অঞ্জলি৷ তাঁর বিধ্বংসী বোলিংয়ের সামনে মাত্র ১৬ রানে শেষ হয়ে যায় মলদ্বীপের ইনিংস৷ নেপাল মাত্র ৫ বলে ম্যাচ জিতে নেয়৷

এর আগে অঞ্জলি মলদ্বীপ ইনিংসের সপ্তম ও নবম ওভারে ধাক্কা দেন৷ মাত্র ২.১ ওভার বল করেন তিনি৷ কোনও রান না-দিয়ে তুলে নেন মলদ্বীপের ছ’টি উইকেট৷ ফলে মাত্র ১১ ওভারের শেষ হয়ে যায় মলদ্বীপ ইনিংস৷

অঞ্জলি এদিন ছাপিয়ে যান মহিলা আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এলিসার রেকর্ড ভাঙেন৷ এতদিন মহিলা আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সেরা বোলিংয়ের রেকর্ড ছিল মলদ্বীপের এলিসার দখলে৷ চলতি বছরের শুরু চিনের বিরুদ্ধেই ৩ রান দিয়ে ৬টি উইকেট নিয়েছিলেন এলিসা৷ কিন্তু মলদ্বীপের বিরুদ্ধেই এলিসার রেকর্ড ভেঙে রেকর্ড গড়েন চিনের এই মিডিয়াম পেসার৷

অঞ্জলির হাত ধরে সাউথ এশিয়ান গেমস ক্রিকেট টুর্নামেন্টে দারুণ শুরু করল নেপাল৷ চর্তুদেশীয় এই টুর্নামেন্টে নেপাল, মলদ্বীপ ছাড়াও খেলছেন বাংলাদেশ ও শ্রীলঙ্কা৷ রাউন্ড রবিন লিগের দুই সেরা দল স্বর্ণ পদক জয়ের জন্য লড়বে৷ শেষ দু’টি দল খেলবে ব্রোঞ্জ পদকের জন্য৷

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM